জয়পুরহাট

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাটে কলেজ অধ্যক্ষসহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

গ্রেপ্তার তিন জন হলেন হলেন জয়পুরহাটের পাঁচবিবির উচাই কলেজের অধ্যক্ষ রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের রোকনুজ্জামান রোকন।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগে এ চক্রটি টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। অভিযোগ পেয়ে পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য নেটওয়ার্ক বিস্তার করেছেন। তাদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা ও বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

Pakistan summons Indian charge d'affaires after strike

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

9h ago