অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করতে গেলে যেসব আইনি সমস্যায় পড়েন সে ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তারা করেছেন। সেগুলো খুব মাইনর ইস্যু। যেমন যেসব মাল জব্দ করা হয়, সেগুলো ডিসপোজালে কী করা উচিত। আমরা ই-জুডিশিয়ারির কথা বলেছি এবং সেখানে কতটুকু সুবিধা হবে সেই কথাও বলেছি।'

মামলা জট নিরসনে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা নিষ্পত্তি করার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নেব।'

প্রধানমন্ত্রী বলেছেন, পণ্য মজুত করে কেউ বাজার অস্থিতিশীল করলে আইনি ব্যবস্থা নিতে। এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, 'এ জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল, বিশেষ এই কারণটাকে অ্যাড্রেস করার জন্য। এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।'

সম্প্রতি আগুন লাগার ঘটনাগুলোর পরে সাধারণ মানুষ বলছে, আইনের শাসন না থাকায় ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে কিন্তু বিচার হয়নি—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, 'তদন্ত শেষে যদি আদালতে মামলা শুরু হয়, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশ দেওয়া প্রয়োজন, সেটা দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago