কুমিল্লায় লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

সংঘর্ষে জড়িতরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানান ওসি।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাসনগাছা এলাকায় লেগুনা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে অর্নব (৩২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান ওসি।

সংঘর্ষে জড়িতরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানান তিনি।

Comments