অবন্তিকার ‘আত্মহত্যা’: আম্মান ২ দিন, দ্বীন ইসলাম ১ দিনের রিমান্ডে

আসামিদের জামিন আবেদন নামঞ্জুর
রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। ছবি: স্টার

কুমিল্লায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচনা মামলায় দুই আসামিকে রিমান্ডে দিয়েছেন আদালত।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের এবং আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মামলার আসামি বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আদালতে আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস ডেইলি স্টারকে এ কথা জানান। 

তিনি বলেন, সকাল ১১টা ২০ মিনিটের দিকে কোর্ট পরিদর্শক মুজিবুর রহমানের কক্ষ থেকে সদর কোর্টে তাদের হাজির করা হয়। আম্মানের পাঁচ দিন ও দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড আবেদন করে পুলিশ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আম্মানকে দুই দিন ও দ্বীন ইসলামকে একদিনের রিমান্ডে দেন এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

 

Comments