চট্টগ্রাম কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলের সেলে তালা দেওয়ার সময় মরদেহ দেখতে পান কারা কর্মকর্তারা।
চট্টগ্রাম কারাগার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে মরদেহ উদ্ধার হলেও আজ মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে।

মৃত ইব্রাহিম নেওয়াজের (৩০) বাড়ি রাঙ্গামাটি জেলায়। গত বছরের ১৯ সেপ্টেম্বর রাউজান থানায় করা একটি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জেল কর্তৃপক্ষ একটি লিখিত বার্তায় পুলিশকে ঘটনাটি জানিয়েছে। সোমবার সন্ধ্যায় জেলের সেলে তালা দেওয়ার সময় মরদেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়।'

তিনি বলেন, 'সন্ধ্যায় সেল তালাবদ্ধ করতে গিয়ে গণনার সময় কারা কর্মকর্তারা দেখতে পান এক বন্দি নিখোঁজ। পুরো কারাগার এলাকা তল্লাশির পর কারাগারের খাদ্য সংরক্ষণ জন্য গুদাম ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান কর্মকর্তারা। সিলিং থেকে প্লাস্টিকের বস্তার ও কম্বলের ছেড়া অংশে ঝুলেছিল।'

'পরে ৭টা ৪০ মিনিটের দিকে তাকে উদ্ধার করে এবং দ্রুত চমেকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' পুলিশ কর্মকর্তা অতনু বলেন।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

Comments