পুলিশকে মারধরের অভিযোগে ঢাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

Dhaka University logo

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে পাঁচ দিন আগে বাকবিতণ্ডার জেরে পুলিশকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল শনিবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন পুলিশের ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের পরিদর্শক সেলিম আক্তার।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—রতন সরকার, সাব্বির, শান্ত, ইমরান ও রাজিব।

মামলার এজাহার ও ভিডিও ফুটেজ থেকে জানা যায়, বুধবার সকাল ১১টা ৫৫ মিনিটে সেলিম বাইকে করে এলিফ্যান্ট রোড থেকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলেন। আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে তার বাইকটি এক ছাত্রকে পেছন থেকে ধাক্কা দেয়।

'এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখানে থাকা তিন ছাত্রের মধ্যে একজন প্রথমে ওই পুলিশের হেলমেট ধরতে চাইলে পুলিশ তাদের ধরার চেষ্টা করেন। পরে ওই তিন শিক্ষার্থী তাকে ধাক্কা দিয়ে মারধর করে। এরপর মাটিতে পড়ে গেলে তাদের ওই পুলিশকে লাথি মারতে দেখা যায়। মাটি থেকে উঠে ওই পুলিশও পরে ছাত্রদের মারধর করেন।'

এই বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি আমাদের জানানো হয়েছে। তবে মামলার কপি এখনো পাইনি।

বিষয়টি নিয়ে জানতে ফোন করলে রতন ও ইমরানের নম্বর বন্ধ পাওয়া যায় এবং শান্ত ফোন ধরেননি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে৷

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago