লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

border killing logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুরলী চন্দ্র বর্মণ (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

আজ শনিবার ভোররাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত এলাকায় ৯১৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে আমরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। গুলিবিদ্ধ আরেকজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

ইমতিয়াজ জানান, মুরলীর বাড়ি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে। তার বাবা মৃত সুনীল চন্দ্র রায়।

সূত্র জানিয়েছে, মুরলী ও তার সঙ্গী অন্তত ১০ থেকে ১২ জন গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সে সময় বিএসএফ গুলি চালালে দুইজন মাটিতে লুটে পড়েন। সঙ্গীরা তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। চিকিৎসার জন্য তাদের দুজনকেই রংপুরে নেওয়া হচ্ছিল। পথে মুরলীর মৃত্যু হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।'

 

Comments