আরাকান আর্মির আটককৃত ৬ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি

বিজিবি সদস্যদের সঙ্গে আরাকান আর্মির হাত থেকে মুক্তি পাওয়া জেলেরা। ছবি: স্টার

মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে আটক ছয় বাংলাদেশি জেলেকে আজ শনিবার ফেরত আনা হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মুক্তি পায় এই জেলেরা। 

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান এ খবর নিশ্চিত করেছেন।

আজ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ২৫ মার্চ তাদের হাতে আটক হন আরেক জেলে। দুটি মাছ ধরার নৌকাও জব্দ করে এই সশস্ত্র সংগঠন।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, বিজিবি প্রথম থেকেই তাদের মুক্তির জন্য সক্রিয় ছিল। দীর্ঘ আলোচনার পর আজ দুপুরে তাদের মুক্ত করতে সক্ষম হয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। 

বর্তমানে এই জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরাকান আর্মির কাছ থেকে মুক্তি পাওয়া বাংলাদেশিরা হলেন—মো. সোহেল (১৮), মো. ইসমাইল (৪০), মো. জসীম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩) ও মো. শাহীন (১২)। 

Comments