আত্মসমর্পণের পর বিএনপি নেতা হাবিব-উন নবী সোহেল কারাগারে
তিন মামলায় আত্মসমর্পণের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম মো. আতাউল্লাহর আদালত এ আদেশ দেন।
হাবিব উন নবী খান সোহেলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগে, গত বছরের ২০ নভেম্বর একই আদালত হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।'
যাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এই দণ্ড দেন আদালত।
হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে ২০১৭ সালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়।
২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
২০১৫ সালে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় গত বছর তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।
Comments