বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ১৪ নেতাকর্মীর ১৮ মাসের কারাদণ্ড

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল
সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। ফাইল ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকার এক আদালত আজ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ১৪ নেতাকর্মীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে। 

২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এই দণ্ড দেয় আদালত।

বিএনপি ও দলটি অঙ্গসংগঠনের আরও ১৩ নেতা-কর্মীকেও একই দণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

আজ সোমবার আসামীদের অনুপস্থিতিতে ঢাকা মহানগর হাকিম ম. আতাউল্লাহ আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামীদের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তারা নিজেরাও অনুপস্থিত ছিলেন। যার ফলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন বাতিল করেন এবং আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে বলে ম্যাজিস্ট্রেট তার রায়ে উল্লেখ করেন।

ইতোমধ্যে ঢাকার অপর এক আদালত ২০১৩ সালের মে মাসে রাজধানীর তেজগাঁওয়ে অগ্নিসংযোগ মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মীকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী আদালতে নীরবের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নীরব বর্তমানে কারাবন্দী আছেন।

মামলা দায়েরের পর থেকে বাকি ছয়জন আসামী পলাতক রয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago