কুষ্টিয়া

কুলখানির আয়োজন নিয়ে সংঘর্ষে নিহত ১

আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়ায় কুলখানি আয়োজন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বকুল বিশ্বাস (৫৫) নামে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত বকুল হাতিয়া গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই মেহেদি হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।'

নিহত বকুলের চাচাতো ভাই নিয়াজি খান বলেন, 'বৃহস্পতিবার আমার চাচী জাহানারা খাতুন মারা যান। শনিবার কুলখানির আয়োজন করা হয়। এই আয়োজনের রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আরেক চাচাতো ভাই শিপন বিশ্বাসের সঙ্গে বিরোধ শুরু হয়।'

তিনি বলেন, 'শিপন বলেছিল, তার সমাজের লোকজন নিয়ে কুলখানি করতে হবে। এতে অসম্মতি জানালে সোমবার সন্ধ্যার পর শিপনের নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ৩০-৪০ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।'

পুলিশ জানায়, এই হামলায় বকুলসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে বকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago