বস্তায় মোড়ানো ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

গতকাল সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘণ্টা পর বস্তায় মোড়ানো পাঁচ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় শিশুটির সৎ মা আয়না আক্তারকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, শিশুটির বাবা সবুজ মিয়া উপজেলার হরিণহাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।

তদন্ত কর্মকর্তা এস আই ফেন্সি জুয়েল জানান, সবুজ মিয়া পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে আয়না আক্তারকে বিয়ে করেন সবুজ। একই বাসার পাঁচ তলায় থাকতেন আয়না আক্তার। গতকাল সকাল ১০টার দিকে শিশুটি নিখোঁজ হয়। মেয়েকে কোথাও না পেয়ে সবুজ মিয়া এলাকায় মাইকিং করেন। এক সময় আয়না আক্তারের ঘরে খুঁজতে গেলে ঘরের সানসেটের ওপরে বস্তায় মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। পুলিশকে খবর দিলে আয়না আক্তারকে আটক করা হয়।

Comments