প্রশ্নফাঁস তদন্তে পিএসসির ৩ সদস্যের কমিটি

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএসসির ছয় কর্মকর্তাসহ অন্তত ১৭ জনকে গতকাল গ্রেপ্তার করেছে সিআইডি।
ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি বলেন, কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএসসির ছয় কর্মকর্তাসহ অন্তত ১৭ জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পিএসসি পরিচালিত পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে রোববার একটি তদন্ত প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪। প্রতিবেদনে বলা হয়, পিএসসির অন্তত দুইজন উপপরিচালক ও গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত।

গণমাধ্যমের প্রতিবেদনে গাড়িচালক আবেদ আলীর বিপুল সম্পদ থাকার বিষয়টিও তুলে ধরা হয়। তিনিসহ চক্রটি পিএসসির প্রশ্ন ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন।

Comments