আন্দোলনকারীদের গুলি, সাবেক এমপি লতিফকে রিমান্ডে চাইবে পুলিশ

এর আগে, চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকায় আত্মীয় বাড়িতে আত্মগোপনে থাকা এম এ লতিফকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ আছে।
লতিফ
এম এ লতিফ। ফাইল ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও একজনকে আহত করার মামলায় চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য এম এ লতিফকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ আজ শনিবার এম এ লতিফকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করবে।

ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও গুলি করে আহত করার অভিযোগে এম এ লতিফসহ মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মো. এরশাদ

মামলার বাদী এরশাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান ওসি।

এর আগে, চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকায় আত্মীয় বাড়িতে আত্মগোপনে থাকা এম এ লতিফকে সেনাবাহিনী তুলে নেয় বলে অভিযোগ আছে।

Comments