সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৩টায় শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৩টায় শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে আন্দোলন পরবর্তী সহিংসতায় থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবেক এই মন্ত্রীকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

 

Comments