হত্যা মামলায় আরও ৬ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী দুই মামলায় ৩ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুই হত্যা মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে ছিলেন সাবেক মন্ত্রী দস্তগীর গাজী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াইহাজার থানায় করা দুটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে আসামি করা হয়।

পরে ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সেদিন বিকেলে এক স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

 

Comments