মোহাম্মদপুরে ডাকাতি: গ্রেপ্তার আরও ৩, স্বর্ণালংকার-আইফোন উদ্ধার

যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মাসুদুর রহমান (৪৭)।

ডিএমপি জানায়, তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল এ ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া সাত লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শনিবার দিনগত রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের তিনরাস্তা মোড় সংলগ্ন 'আবু কোম্পানির বিল্ডিং' নামে পরিচিত একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির ঘটনা ঘটে। যৌথবাহিনীর সদস্য পরিচয়ে ওই ফ্ল্যাটে ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

Comments

The Daily Star  | English

ICT cases over July atrocities: Two-thirds of 206 accused absconding

Law enforcers have managed to arrest only 73 out of the 206 accused after the ICT issued warrants for their arrests

8h ago