অবৈধ সম্পদ: বেনজীরের বিরুদ্ধে ৪, মতিউরের বিরুদ্ধে ২ মামলা দুদকের

বেনজীর আহমেদ ও মতিউর রহমান। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (এনবিআর) মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২তি মামলা করা হয়েছে।

আজ রোববার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক আইজিপি বেনজীর, তার স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও দ্বিতীয় মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মোট চারটি পৃথক মামলা করা হয়েছে। 

চারটি মামলাতেই বেনজীর আহমেদকে বিবাদী করা হয়েছে।

এর আগে, পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজীরের বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল দুদক।

অন্যদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুদক। 

দুটি মামলাতেই মতিউরকে বিবাদী করা হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

41m ago