৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে দুদকের মামলা

তাপস
শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে  মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়।

দুদক মহাপরিচালক আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, তাপস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৭৩ কোটি ২০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়া, তার ব্যাংক অ্যাকাউন্টে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার মার্কিন ডলার লেনদেনের খোঁজ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago