১১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নওফেলের আয়কর নথি জব্দের নির্দেশ

মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট,
মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ফটো

অবৈধভাবে সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের উপ-পরিচালক কমলেশ মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়-বহির্ভূত দুই কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে নওফেলের বিরুদ্ধে এ মামলা করা হয়।

সাবেক এই মন্ত্রীর ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা ফৌজদারি অপরাধের সমতুল্য।

'নওফেল এই অর্থ অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর বা পাচারের চেষ্টা করছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর দলিল জব্দ করা প্রয়োজন', বলা হয় দুদকের আবেদনে।

অপর আবেদনে একই কর্মকর্তা বলেন, সীমা হামিদ ২০টি অ্যাকাউন্ট পরিচালনা করেছেন, যেগুলোতে ১২ কোটি ৭৮ লাখ টাকা জমা এবং ১১ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

'তিনি এই অর্থ কোথাও স্থানান্তর করার চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সীমা হামিদের আয়কর দলিল জব্দ করা প্রয়োজন।'

গত বছরের ২৬ নভেম্বর সীমার বিরুদ্ধে মামলা করে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়।
 

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

3h ago