‘৭ লাখ টাকা মুক্তিপণ’ দিয়ে ক্যাম্পে ফিরলেন ৪ অপহৃত রোহিঙ্গা

কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলার আলীখালী পাহাড় থেকে অপহরণের ২ দিন পর ক্যাম্পে ফিরেছেন ৪ রোহিঙ্গা।
কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলার আলীখালী পাহাড় থেকে অপহরণের ২ দিন পর ক্যাম্পে ফিরেছেন ৪ রোহিঙ্গা।

তারা হলেন-আলীখালী ক্যাম্প-২৫ এর  ব্লক ডি/২২ এর বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩২), মোহাম্মদ সুলতান (২৪), আব্দুল্লাহ (১৬) ও আনোয়ার ইসলাম (১৮)।

আজ মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

৭ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় অপহরণকারীরা তাদের রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ের পাদদেশে রেখে যায় বলে জানা গেছে।

ওই ক্যাম্পের কমিউনিটি নেতা (হেড মাঝি) নুরুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'অপহরণকারীরা মুক্তিপণ নিয়ে ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে। তাদের ক্যাম্পের ভেতরে এনজিও পরিচালিত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।'

পরে এপিবিএন তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, 'আমি অপহরণের শিকার ৪ জনের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা নগদ ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে তারা মুক্তিপণের ব্যাপারে মুখ খুলছেন না।' 

তবে মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন বলে দাবি করেছেন এপিবিএন পুলিশ সুপার মো. জামাল পাশা।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আলীখালী ক্যাম্প এলাকা থেকে তারা অপহরণের শিকার হয়েছিল। মুক্তিপণের বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো কিছুই জানায়নি।'

'তাদের উদ্ধারে জেলা পুলিশ ও এপিবিএন বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে,' বলেন তিনি।

অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Comments