সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব অ্যাকাউন্টে সাইফুজ্জামানের পাঁচ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা বিচারাধীন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মাহফুজ ইকবালের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনপত্রে দুদকের এই কর্মকর্তা বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে ইতোমধ্যেই একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সাবেক এই মন্ত্রী তার স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন এবং ন্যায়বিচারের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

গত বছরের ৭ অক্টোবর একই আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এছাড়া, সাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন।

গত বছরের ২৮ ডিসেম্বর ডেইলি স্টার একটি সংবাদ প্রকাশ করে।

আওয়ামী লীগের তিনবারের এই সংসদ সদস্যের যুক্তরাজ্যে সম্পত্তির বিপরীতে অন্তত ৫৩৭টি সম্পত্তি বন্ধক রয়েছে। এই সম্পত্তিগুলোর বেশিরভাগই লন্ডনে।

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

6h ago