কিশোরীকে যৌন নিপীড়ন, ‘পালক বাবা’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘুমন্ত কিশোরীর ভিডিও ধারণ ও যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৪০ বছর বয়সী ব্যক্তি ওই কিশোরীর পালক পিতা বলে জানিয়েছে পুলিশ। তাকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শনিবার রাত সোয়া ১২টার দিকে ওই কিশোরীর পালক মা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দুটি ধারায় মামলা করেছেন। মামলায় তিনি তার স্বামীকে অর্থাৎ কিশোরীর পালক বাবাকে আসামি করেন।
এর আগে শনিবার রাতেই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, মাদ্রাসাপড়ুয়া ওই কিশোরীকে এক বছর বয়স থেকে লালন-পালন করছেন মামলার বাদী ও অভিযুক্ত। কিশোরীর বাবা-মা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে মোবাইল ফোনে ঘুমন্ত কিশোরীর ভিডিও ধারণ করেন অভিযুক্ত ব্যক্তি। সেদিন তাকে যৌন নিপীড়নও করা হয়। গত ২ মার্চ সকালে কিশোরীকে ভিডিও দেখিয়ে হুমকি দেয় অভিযুক্ত পালক বাবা। সন্ধ্যায় পালক মা বাড়ি ফেরার পর তাকে এসব জানায় কিশোরীটি।
ওসি জানান, বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে স্থানীয় প্রতিবেশীরা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশে দেয়।
ওসি তরিকুল বলেন, 'আজ রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
Comments