বনানীতে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত: সেই চালক গ্রেপ্তার

মো. টিটন ইসলাম | ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সেই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকচালকের নাম মো. টিটন ইসলাম। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।

এদিন সকালে চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় নিহত হন নারী পোশাকশ্রমিক সুমাইয়া আক্তার।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরওয়ার জানান, সুমাইয়ার বয়স আনুমানিক ১৯ বা ২০ বছর।

অপঘাতে সুমাইয়ার মৃত্যুতে তার সহকর্মীরা দুপুর পর্যন্ত চেয়ারম্যানবাড়ি সড়কের উভয় পাশ অবরুদ্ধ করে রাখেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন।

পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। সকাল থেকে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও।

তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Comments

The Daily Star  | English
Election Commission

EC’s accountability is key to Bangladesh’s electoral reform

Success of wider electoral reforms depends heavily on the EC’s willingness to adopt reforms.

9h ago