মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের ঘটনায় নিহতদের পরিচয় এবং বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নুরে আলম দ্য ডেইলি স্টার জানান, চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
অভিযানের পর যৌথবাহিনীর সদস্যরা পাঁচ জনকে আটক করেছে বলেও জানিয়েছে পুলিশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, যৌথবাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় মধ্যরাতের দিকে সংবাদ পান, চাঁদ উদ্যানের একটি বাড়িতে কয়েকজন 'অপরাধী' অবস্থান করছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আত্মসমর্পণের আহ্বান জানালে তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে মারা হয়।
তিনি জানান, একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানো হলে যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে যৌথবাহিনীর একজন সদস্যও আহত হয়েছেন।
পুলিশ নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
মর্গ সূত্রে জানা গেছে, উভয় মরদেহে গুলির চিহ্ন রয়েছে।
Comments