অবৈধভাবে ১,৫৩৯ কোটি টাকা অর্জনের অভিযোগে এস আলমের সাইফুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ১৫৩৯ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন এ তথ্য জানান।
মামলায় সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ টাকা এবং ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
Comments