মেঘনা আলমের আটকাদেশের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিশেষ ক্ষমতা আইনে মডেল, অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশের বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে মেঘনা আলমের আটক কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
মেঘনার বাবা বদরুল আলমের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি রাজিক-আল-জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জানা গেছে, গত ৯ এপ্রিল রাতে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনাকে আটক করে পুলিশ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দেন আদালত।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মেঘনার বাবা বদরুল আলম এ রিট আবেদন করেন।
আজ আবেদনের শুনানি চলাকালে আবেদনকারীর পক্ষে প্রধান আইনজীবী হিসেবে ব্যারিস্টার সারা হোসেন যুক্তি উপস্থাপন করেন।
Comments