মানিকগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক দীপু গ্রেপ্তার
বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় অন্যান্য আসামিদের নিয়ে গোপন বৈঠক করেন দীপু। তারা বিদ্যুৎ অফিসে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করে।
পরদিন ১৬ জুলাই বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ ইকবাল ওরফে রনি ডেইলি স্টারকে বলেন, 'মামলার এজাহারে কাজী মোস্তাক হোসেন দীপুর নাম উল্লেখ ছিল না। অথচ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।'
জানতে চাইলে ওসি আবদুর রউফ সরকার বলেন, 'এজাহারে নাম না থাকলেও তদন্তে কাজী মোস্তাক হোসেন দীপুর সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আজ দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'
Comments