ধানমন্ডি থেকে আটক ৩ জনকে হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এনসিপি নেতা হান্নান মাসউদের অনুরোধে তার জিম্মায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন।'

'আমরা যেহেতু তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি এবং এ ঘটনায় কোনো মামলাও হয়নি, তাই আইন অনুযায়ী আমরা তিনজনকে ছেড়ে দিয়েছি', বলেন তিনি।

গতকাল রাতে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, তারা একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করেন এবং তাকে গ্রেপ্তার করতে বলেন। 

কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ।

তিনজনকে ছাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া শেষে এনসিপি নেতা হান্নান মাসউদ থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, 'একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি সমাধান করতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে, বহিরাগতরা আমাদের লোকদের ব্যবহারের চেষ্টা করছে।'

যাদের ছাড়িয়ে নিতে এসেছেন, তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হান্নান মাসউদ বলেন, 'আমি আমাদের বৈষম্যবিরোধী (ছাত্র আন্দোলন) আহ্বায়কের মেসেজটা পেয়ে দেখতে আসছি। বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। আর যাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।' 

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলেছে, নৈতিক স্খলনের কারণে সাইফুল ইসলামকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তি

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। সেই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। 

সেখানে ১৫-২০ জন লোক অবস্থান করছিল এবং তারা সেই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। 

পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে আজ বিকেল সাড়ে ৩টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট

তিনজনকে মোহাম্মদপুর থানা থেকে ছাড়িয়ে নেওয়ার পর এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা হান্নান মাসউদ। 

তাতে তিনি বলেছেন, 'মোহাম্মদপুর থানা বৈবিছাআর আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআর পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না।'

হান্নান মাসউদ আরও লিখেছেন, 'আর তা ছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল, যেটা পরবর্তী সময়ে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশা আল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।'
 

Comments

The Daily Star  | English

‘Reforms not going beyond report writing’

Chairmen and members of several reform commissions yesterday voiced frustration over the lack of visible progress, more than a year after the interim government took office.

10h ago