গেন্ডারিয়ায় অটোরিকশা গ্যারেজের কর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় আরিফুল ইসলাম ওরফে বাবু (৩২) নামে এক সিএনজি অটোরিকশার গ্যারেজকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার সাংবাদিকদের বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। তারা মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন। বাবু স্থানীয় একটি সিএনজি গ্যারেজে কাজ করতেন।

আয়েশা আক্তার অভিযোগ করে বলেন, 'ভোরবেলা খবর পাই, দয়াগঞ্জ এলাকায় স্থানীয় রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ চার-পাঁচজন মিলে আমার স্বামীকে চাপাতি দিয়ে মাথায়, দুই হাতে ও পায়ে কুপিয়ে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার মোবাইল ফোনটিও নিয়ে যায় ওরা।'

তিনি আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় বাবুকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নিহত যুবকের মাথায় ও দুই হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।'

এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন ইসলাম বলেন, 'এরকম একটি ঘটনার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

9h ago