অনলাইন অ্যাকটিভিস্ট কামাল পাশা কারাগারে

অনলাইন অ্যাকটিভিস্ট চারুশিল্পী কামাল পাশা চৌধুরীকে (৬৫) নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল পুলিশের গোয়েন্দা শাখার একটি দল কামাল পাশাকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি মকবুল জানান, পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে হাজির করে।
তিনি বলেন, 'চলতি বছরের ২ জুলাই স্থানীয় বিএনপি নেতা মজলু বিশেষ ক্ষমতা আইনে কামাল পাশা ও আরও ১৮০ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করেন।'
কামাল পাশা ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের একটি অংশের নেতা এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।
Comments