শ্রীপুরে রেস্তোরাঁয় পিস্তল হাতে তরুণ-তরুণীর খুনসুটি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি রেস্তোরাঁয় খাবার টেবিলের সামনের চেয়ারে বসে আছেন এক তরুণ ও তরুণী। তাদের হাতে একটি পিস্তল, খুনসুটিতে ব্যস্ত তারা।
এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই তরুণ সিলভার রঙের একটি পিস্তল তরুণীর হাতে তুলে দিচ্ছেন। এরপর ওই তরুণ ট্রিগারে আঙুল রেখে গুলি করার ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে, বিপরীত পাশ থেকে অন্য কেউ ভিডিওটি করেছেন।
ইতোমধ্যে ওই তরুণের পরিচয় জানা গেছে। তার নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ। তিনি একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি পুরোনো একটি ভিডিও হলেও সম্প্রতি আমাদের হাতে এসেছে। কিছু দিন আগে অপহরণ ও চাঁদাবাজির মামলায় আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে আছেন।'
তিনি আরও বলেন, 'ভিডিওটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Comments