নির্বাচনী প্রচারণা শুরুর আগে নিরাপত্তা চাইলেন হিরো আলম

বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্তীর সঙ্গে হিরো আলম। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য প্রচারণা শুরুর আগে নিরাপত্তা চাইতে বগুড়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্তীর কার্যালয়ে যান হিরো আলম।

হিরো আলম জানান, নির্বাচনে কোনো জরুরি মুহূর্তে পুলিশ যেন তাকে সাহায্য করে এবং হামলার শিকার হলে পুলিশ যেন তাকে উদ্ধার করে, সেই জন্য নিরাপত্তা চাইতে এসপির সঙ্গে দেখা করেছেন তিনি।

দ্য ডেইলি স্টারকে হিরো আলম বলেন, 'আপনারা তো দেখেছেন, এর আগে যতবার আমি নির্বাচনে নেমেছি ততবার আমাকে মার খেতে হয়েছে। আক্রমণের সময় ফোন করলে সহজে কেউ ফোন ধরতে চায় না। সেই জন্য এবার নির্বাচনের প্রচারণায় নামার আগে আমি এসপির সঙ্গে দেখা করেছি।'

তিনি বলেন, 'প্রয়োজনের সময় আমাকে যেন পুলিশ সাহায্য করে সেই কথা আমার নির্বাচনী থানার ওসিদের বলেছেন এসপি। সেইসঙ্গে ডিবি প্রধান হারুন-অর-রশিদও থানায় বলে দিয়েছেন যেন আমাকে পুলিশ হেল্প করে। আগামীকাল থেকে আমি নির্বাচনের প্রচারণায় নামবো।'

হিরো আলম এর আগে তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবারই তিনি হামলার শিকার হয়েছেন।

এবার তিনি বাংলাদেশ কংগ্রেসের হয়ে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

14m ago