প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম

হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে হিরো আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার যে ভুলগুলো হয়েছিল তা ছোটখাটো ভুল হিসেবে অভিহিত করে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা ফেরত দিয়েছেন।'

বগুড়া-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। গত ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বাতিল করে দেন হিরো আলমের মনোনয়নপত্র।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছিলেন, 'হিরো আলম যে হলফনামা জমা দিয়েছেন সেখানে তার সাক্ষর নেই। সম্পদ বিবরণীর ফর্মও এতে যুক্ত করা হয়নি। এ ছাড়া হিরো আলম দলীয় মনোনয়ন নিলেও পূরণ করেছেন স্বতন্ত্র প্রার্থীর ঘর। আর ১ শতাংশ ভোটারের সাক্ষরও জমা দেননি তিনি।'

এ বিষয়ে হিরো আলম সাংবাদিকদের বলেছিলেন, 'হিরো আলমের প্রার্থিতা বাতিল নতুন কোনো বিষয় নয়। আমি আপিল করে আবার ভোটের মাঠে ফিরে আসব।'

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম। আজ তার আপিল শুনানি শেষে প্রার্থিতা বৈধ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

56m ago