রাজশাহী-৬

প্রতিমন্ত্রী শাহরিয়ারের কর্মীর ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আহত

রাজশাহীর চারঘাট উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 
রাজশাহী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজশাহী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চারঘাট উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত মো. নাজিরকে (৩৯) চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

ওসি জানান, সাবেক সংসদ সদস্য রাহেনুল হকের কর্মী নাজিরকে কপাল ও মাথায় একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি বলেন, 'নাজির নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় প্রতিমন্ত্রীর সমর্থকরা তার ওপর হামলা চালায়।'

রাহেনুল হক ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা নাজিরকে নৌকার অফিসে ডেকে নিয়ে গালাগালি করেন। তারা তাকে নৌকার স্লোগান দিতে বলে। নাজির রাজি না হলে নৌকার কর্মীরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে।'

'নাজিরকে অজ্ঞান অবস্থায় নৌকার নির্বাচনী অফিসের কাছে ফেলে রাখে সমর্থকরা,' বলেন তিনি।

রাহেনুল জানান, খবর পেয়ে আমার অন্য কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচারণা সমন্বয়ক সাইফুল ইসলাম বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনা নৌকার অফিসেই ঘটেছে। প্রতিমন্ত্রীও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। যারা দোষী তাদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন তিনি। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না।'

Comments

The Daily Star  | English

5 killed as two buses collide in Faridpur

Five people were killed and at least 15 others injured in a head-on collision between two buses in Faridpur early today

13m ago