মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা আছে, কারও মধ্যেই শঙ্কা নেই: ইসি আনিছুর

‘প্রার্থিতা বাতিল হবে। কারও না কারও প্রার্থিতা বাতিল হয়ে যাবে বিভিন্ন জায়গায় এটুকু আমি ইঙ্গিত দিয়ে রাখলাম। বিস্তারিত পরে জানাব।’
মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা আছে, কারও মধ্যেই শঙ্কা নেই: ইসি আনিছুর
নির্বাচন কমিশন মো. আনিছুর রহমান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন মো. আনিছুর রহমান।

তিনি বলেন, 'কারও মধ্যেই কোনো শঙ্কা কাজ করছে না।'

আজ শনিবার দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিছুর বলেন, 'আমরা সবাইকে একই চোখে দেখছি এবং মাঠে অত্যন্ত নিরপেক্ষ অবস্থা আছে। কারও মধ্যেই কোনো শঙ্কা কাজ করছে না। কোনো রকমের ভয়-ভীতি নেই। কারও প্রতি আনুকূল্যও নেই।'

তিনি বলেন, 'আমরা চরম নিরপেক্ষতা দেখাতে বলেছি এবং কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের বলা হয়েছে কেউ রেহাই পাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব।'

এত অ্যাকশন নেওয়ার পরও মাঠের পুলিশ কর্মকর্তারা কেন দায়িত্বে অবহেলা করে যাচ্ছেন জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীর উদ্দেশে বলেন, 'সকাল বেলা একজন মারা গেছেন। তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, পথে তাকে আক্রমণ করা হয়েছে। তারা একই বংশের। তাদের পারস্পারিক আত্মীয়তা রয়েছে, তবে কিছু দিন আগে তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। সেটার কারণে হয়েছে নাকি একান্তই নির্বাচনী কারণে হয়েছে; এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা আরও কিছু তথ্য-উপাত্ত চেয়েছি।

'এখন নির্বাচনের সময়ে অনেকে কিন্তু ব্যক্তিগত পূর্ব শত্রুতাকেও এখানে নিয়ে আসছে। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করব। কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি,' যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দায়িত্বে অবহেলা প্রমাণ হলে ক্ষেত্র বিশেষে কঠোর ব্যবস্থা হবে। যখন যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইনি পদক্ষেপ নেওয়া হবে, বদলি করা হবে।'

প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তে কমিশন কার্পণ্য করবে না জানিয়ে তিনি বলেন, 'প্রার্থিতা বাতিল হবে। কারও না কারও প্রার্থিতা বাতিল হয়ে যাবে বিভিন্ন জায়গায় এটুকু আমি ইঙ্গিত দিয়ে রাখলাম। বিস্তারিত পরে জানাব।'

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

8h ago