প্রথম ভোট ব্যর্থ করবেন না, নৌকায় ভোট দিন: নতুন ভোটারদের প্রধানমন্ত্রী
নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন ভোটার যারা প্রথমবার ভোট দিতে আসবেন, নিশ্চয়ই চাইবেন না আপনার ভোট ব্যর্থ হোক।
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।'
আজ শুক্রবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।
জনসভায় বরিশাল বিভাগের সব আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের ধারা অব্যাহত আছে। এজন্য আজ বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে। যখন জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে বাংলাদেশের উন্নতি হয়নি। তাদের সময় বাংলাদেশ পেছনের দিকে চলে গেছে।'
'আওয়ামী লীগ এলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়' মন্তব্য করে তিনি বলেন, 'এই প্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমি বাংলাদেশের মানুষের জন্যই কাজ করে যাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমি গড়তে চাই। আমার জীবনে যত বাধাই আসুক, একে একে সব অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি।'
তিনি বলেন, 'আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়। মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায় না। আর তাদের দোসর হচ্ছে '৭১ এর যুদ্ধাপরাধীরা যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সেই জামায়াত। কাজেই খুনি, মানি লন্ডারিংকারী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারীদের সাথে জুটেছে যুদ্ধাপরাধীদের দল। এরা নির্বাচন চায়না, নির্বাচন বানচাল করতে চায়।'
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান।
এর আগে, বিকেল ৩টায় প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছান। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
গত ২০ ডিসেম্বর সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৬ ডিসেম্বর রংপুরে সভা করেন তিনি।
Comments