৮০ লাখ নতুন ভোটার

নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৭৯ লাখ ৮৩ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যারা আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনের সচিব বক্তব্য দিচ্ছেন। ছবি : মহিউদ্দীন আলমগীর/স্টার
নির্বাচন কমিশনের সচিব বক্তব্য দিচ্ছেন। ছবি : মহিউদ্দীন আলমগীর/স্টার

নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৭৯ লাখ ৮৩ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যারা আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় জানান, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশিত হবে।

ভোটাররা ফেব্রুয়ারি পর্যন্ত সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে পারবেন। এসব অভিযোগের বিষয়ে ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে বলে তিনি নিশ্চিত করেন।

নতুন ভোটারদের মধ্যে ৪০ লাখ ৭২ হাজার পুরুষ ও ৩৯ লাখ ১০ হাজার নারী। 

এটাই ছিল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সম্ভাব্য ভোটারদের শেষ নিবন্ধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গত বছরের মে থেকে জুন মাস বাড়িতে বাড়িতে যেয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন।

এছাড়াও ২২ লাখ ৯ হাজার মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সচিব জাহাঙ্গীর জানান, এই বিবেচনায় ভোটারের সংখ্যা ৫৭ লাখ ৭৪ হাজার বেড়েছে।

তিনি জানান, নতুন ভোটার সহ দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ।

 

Comments