আমাদের আহ্বান শুধু নির্বাচন বর্জনের, অন্য যেকোনো কিছুর দায় সরকারের: বিএনপি

‘ওবায়দুল কাদের খেলার কথা বলেন। বিএনপি রাজনীতিকে খেলা বলেই মনে করে না। বিএনপি মনে করে রাজনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা খেলার বিষয় না। আমরা এই খেলায় অংশ নিই নাই, এই খেলায় অংশ নিতে রাজি না।’

সরকারের সব হুমকি-ধামকি উপেক্ষা করে জনগণকে 'সর্বজনীন ভোট বর্জনে'র আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সকালে দলের সর্বোচ্চ নীতিনিধারণী ফোরাম স্থায়ী কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এই আহ্বান জানান।

রাজধানীর গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মঈন খানের সাথে ছিলেন দলের অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

৭ জানুয়ারির নির্বাচনে ভোট কারচুপি করতে সরকার ও সরকারির দলের কর্মীরা বিভিন্ন নীল-নকশার পরিকল্পনা করছে উল্লেখ করে বিএনপি নেতা মঈন খান বলেন, 'ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাগামহীন জালভোট দেওয়ার পরিকল্পনা করছে, ভোটার সংখ্যা বাড়িয়ে দেখানো, মৃত ও প্রবাসীদের নামে ভুয়া ভোট দেওয়া পরিকল্পনা করছে।

'আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বন্ধ করার হুমকি, ভাতা কার্ডধারী অসহায় মানুষের জীবন-জীবিকাকে হুমকিতে এর প্রত্যেকটি আইনত অপরাধ।'

ভোট ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিনই হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, '৭ তারিখে কীসের ভোট? ৭ তারিখে একটা ঘোষণা হতে পারে। নির্বাচন তো হয়েই গেছে। সরকারের এই ভাওতাবাজী, ধাপ্পাবাজী, ভুয়া নাটক, তামাশা আমরা লেজিটিমাইজ করব না। সেই কারণেই আমরা এটা প্রত্যাখান করেছি। এটা ইলেকশন না, সিলেকশন।'

বিএনপির আন্দোলনকে বিপথগামী করতে সরকার নিজেই কিছু ঘটনা ঘটিয়ে দায় চাপিয়েছে জানিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'তারা নিজেরা নিজেরা নির্বাচন করছে, বিরোধী দল এই নির্বাচনে নাই। এরপরও কয়জন মানুষ মারা গেল, অনেক মানুষ আহত হল, অনেক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, বাড়িঘর আক্রমণ হয়েছে। বিএনপি এই নির্বাচনের মধ্যে নাই বা যারা বিরোধী দল তারা নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে নাই।'

তিনি আরও বলেন, 'আমরা শুধু বলছি জনগণের কাছে এই নির্বাচন একটা প্রহসন, এটা অর্থহীন নির্বাচন যেটাতে দয়া করে কেউ জড়িত হবেন না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি। আর কোনো আহ্বান আমাদের নাই। অতএব আর কোনো অপরাধ করলে ওটার দায় আমাদের ওপর নাই। এই বর্জন করার আইনগত অধিকার আমার কাছে। এই বর্জন যারা করবে তারা আমাদের আহ্বান শুনবে। এর বাইরে অন্য যা করবে সেটা তাদের (সরকার) হুকুমে করবে, আমাদের হুকুমে না।'

নজরুল ইসলাম খান বলেন, 'ওবায়দুল কাদের খেলার কথা বলেন। বিএনপি রাজনীতিকে খেলা বলেই মনে করে না। বিএনপি মনে করে রাজনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা খেলার বিষয় না। আমরা এই খেলায় অংশ নিই নাই, এই খেলায় অংশ নিতে রাজি না।'

'যারা নির্বাচনটাকে খেলা মনে করে তারা এটাকে নিয়ে খেলা করছে। তারা জনগণের ভাগ্য নিয়ে খেলা করছে, মুক্তিযুদ্ধের আকাঙ্খা নিয়ে খেলাধুলা করছে, আমাদের অর্জন নিয়ে খেলাধুলা করছে এবং দেশটা সর্বনাশ করে দিচ্ছে,' বলেন তিনি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ভোট বর্জনে শনিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

23h ago