ভোটার উপস্থিতি কম-বেশি জানি না, আমার কাজ ভোট আয়োজন করা: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি।
ভোটার উপস্থিতি নিয়ে যা বললেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি।

এ সময় তিনি শেষ পর্যন্ত দেখতে বলেন।

আজ রোববার সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের ভোটের চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।'

এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, 'ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখবেন।'

চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম এমন শঙ্কা করছেন কি না জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, 'আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি। আমার কাজটা ভোটটা আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা হবে কি হবে না; সহিংসতার ব্যাপারটা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।'

এই ভোটের মাধ্যমে আস্থা ফিরবে কি না গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'সেটা আমি এই মুহূর্তে মন্তব্য করব না।'

Comments