২২৩ আসনে জয়ী আওয়ামী লীগ: ইসি সূত্র

নির্বাচন কমিশন এখনও বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেনি
জাতীয় নির্বাচনের ফলাফল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

গত ডিসেম্বরে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর পর ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২-এর ভোট স্থগিত করা হয়। এছাড়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় আরেকটি আসনের ফলাফল এখনো ঘোষণা করতে পারেনি ইসি।

আওয়ামী লীগের পর ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে। তারা জয় পেয়েছে ৬১টি আসনে।

ইসি সূত্র জানায়, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন।

এর আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৮টি আসন পেয়েছিল।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

26m ago