২৬ লাখ ভোটারের গাজীপুরে জাপা পেলো ৪৩৮৪ ভোট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে মোট ২৬ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন নয় লাখ ৬৭ হাজার ১৫ জন। এর মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা পেয়েছেন চার হাজার ৩৮৪ ভোট।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসন থেকে জাপা প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন এক হাজার ২৭৬, গাজীপুর-২ থেকে জাপা প্রার্থী মো. জয়নাল আবেদীন এক হাজার ৫৯ ভোট, গাজীপুর-৩ থেকে জাপা প্রার্থী এম এম সাইফুল ইসলাম এক হাজার ২২৪ ভোট, গাজীপুর-৪ থেকে জাপা প্রার্থী শামসুদ্দিন খান ৪৭৫ ও গাজীপুর-৫ আসনে জাপা প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৫৯ ভোট।
গাজীপুর-৫ আসনে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারউজ্জামান। বাকি বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন—গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ এ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ এ রুমানা আলী টুসি ও গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে মোট ভোটার ছিল ২৬ লাখ ১৩ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ নয় হাজার ৯১৯ জন ও নারী ভোটার ১৩ লাখ তিন হাজার ৭১০ জন।
Comments