‘সবাই নতুন কাপড় পরব, হাসিমুখে ঈদ পালন করব দেশে সে পরিস্থিতি নেই’

রংপুর জেলার মডেল মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। ছবি: স্টার

সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে আমরা কিছুটা হতাশ। দেশের মানুষ অনেক কষ্টে দিন পার করছে। মানুষ উৎসবগুলোতে অংশ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।  

আজ সোমবার সকালে রংপুর জেলার মডেল মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, 'দেশের বেশিরভাগ মানুষ অর্থকষ্টে আছে, উৎসবে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছে না, বিভিন্নভাবে কষ্টে দিন পার করছে। আমরা যারা সচ্ছল, যাদের সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানোর, আমাদের দেশের সব মানুষকে নিয়েই উৎসব পালন করতে হবে। সেটাই হবে প্রকৃত উৎসব। সবার সঙ্গে শরিক করতে হবে, এটা আমাদের সামাজিক দায়িত্ব।'

তিনি বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সরকারের পক্ষ থেকে দাম কমানোর কোনো কিছুই দেখছি না। বেকারদের চাকরির দেওয়ার কোনো উদ্যোগ দেখছি না, এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সরকার জনগণকে বাঁচাতে এগিয়ে আসবে।'

জি এম কাদের আরও বলেন, 'দেশের সিংহভাগ মানুষ পশু কোরবানি দিতে পারছে না। আমি এর হিসাব দিতে পারব না। আমি পথে হাঁটতে হাঁটতে দেখি এবং শুনি সিংহভাগ কোরবানি দিতে পারছে না। ঈদে সবাই নতুন কাপড় পরব, হাসিমুখে ঈদ পালন করব সেই পরিস্থিতি এখন দেশে নেই।'

এসময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago