ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমে ভোট দিচ্ছেন একজন ভোটার। স্টার ফাইল ফটো

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় প্রায় ২ লাখ ইভিএম কেনা হবে।

বেশিরভাগ রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও আগামী জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago