চট্টগ্রামে অনিয়মের অভিযোগে ইউপি নির্বাচনের ফল বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থীর আবেদন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফজলুল কাদের।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফজলুল কাদের।

নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন তিনি।

আবেদনে বলা হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ২, ৩, ৪, ৭, ৮, ৯ নম্বর ভোট কেন্দ্রসহ কমপক্ষে ৭টি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় গোপন কক্ষে বহিরাগত লোক প্রবেশ করে ভোটারের আনারস প্রতীকে দেওয়া হাজার হাজার ভোট ইভিএমে নৌকা প্রতীকে পরিবর্তন করে দেওয়া হয়।

অভিযোগে তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে বহিরাগত সন্ত্রাসীরা এসে তার সমর্থকদের হুমকি ও জোরপূর্বক তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়।
ফজলুল কাদেরের অভিযোগ, নির্বাচনের দিন বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এ সবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তাই তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আবার নির্বাচনের আবেদন জানান।

জানতে চাইলে কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদনটি জমা দিয়েছি। আবেদনের সঙ্গে নির্বাচনের দিন ও তার পরের দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্র-পত্রিকায় ভোটকেন্দ্রের গোপন কক্ষে বহিরাগতদের ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে করা প্রতিবেদনের সফটকপি ও পেপার কাটিং সংযুক্ত করে দিয়েছি।'

'আশা করছি ন্যায়বিচার পাব,' বলেন তিনি।

Comments