রসিক নির্বাচন: ৫০ কেন্দ্রে এগিয়ে লাঙল, চতুর্থ অবস্থানে নৌকা

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ২২৯ কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাঙল প্রতীকে মোস্তফা পেয়েছেন ২৯ হাজার ২২৫ ভোট। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে তিনি ২৪ হাজার ২৬২ ভোটে এগিয়ে আছেন।

দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৩৭৬ ভোট।

তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৮৪ ভোট।

চতুর্থ অবস্থানে থেকে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৬৪ ভোট।

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১ হাজার ৭৯২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ১ হাজার ৪১৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৯৮৬ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ৬৮১ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেয়াল ঘড়ি প্রতীকে ৪৬১ ভোট পেয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে কিছু কেন্দ্রে নিয়ম অনুযায়ী সাড়ে ৪টার আগে উপস্থিত হওয়া ভোটার নির্ধারিত সময় শেষেও ভোট দিয়েছেন।

এ বারের নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

1h ago