সিলেট সিটি করপোরেশন নির্বাচন

আ. লীগ প্রার্থীর ২১ দফা ইশতেহার ঘোষণা

আজ শনিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সেমিনার হলে তিনি ইশতেহার ঘোষণা করেন। ছবি: স্টার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২১ দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজ শনিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সেমিনার হলে তিনি ইশতেহার ঘোষণা করেন। এসময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

'গ্রিন-ক্লিন-স্মার্ট সিলেট স্বপ্ন পূরণে, আমরার সিলেট' শিরোনামে এই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে স্মার্ট নগর ভবন, সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন।

এছাড়াও আছে নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতি বান্ধব সিলেট, নারীবান্ধব সিলেট, ব্যবসা-বান্ধব সিলেট, পার্ক উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, সচল সিলেট, মানবিক উন্নয়ন সিলেট, প্রবাসী বান্ধব সিলেট, সম্প্রীতির সিলেট, পর্যটন বান্ধব সিলেট, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, নাগরিক বান্ধব সিলেট, তারুণ্যের সিলেট ও প্রযুক্তির সিলেট।

Comments

The Daily Star  | English

Under pressure, UK govt unveils flagship immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

46m ago