ঢাকা-১৭ উপনির্বাচন

পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলমের আবেদন

পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলমের আবেদন
হিরো আলম। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

আজ রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া হিরো আলম। 

আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, '১৭ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটা সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন তারা জাল ভোট দিয়েছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১২-১৩ বছরকার ছেলেমেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।'

আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কিছু বলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'রিটার্নিং অফিসারকে আমি কাল ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন। এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।'

আরেকটি বিষয় কাল খুবই কষ্ট লেগেছে উল্লেখ করে হিরো আলম বলেন, 'কালকে ডিএমপি কমিশনার কিছু কথা বলেছে। তিনি বলেছে, আমি একই কেন্দ্রে নাকি ২ বার গিয়েছিলাম। আমি তাকে একটি কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে ২ বার গিয়েছি কি না। তিনি বলেছেন, আমরা তাকে কেন্দ্রের ভেতরে কড়া নিরাপত্তা দিয়েছি এবং তিনি বলেছেন তাকে বলে কেন সেখানে আমি যাইনি।' 

'আমার কথা হলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি। আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন। যখন আমাকে ঘুষি মারে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাতে নিরাপত্তা দিয়ে বাসায় তুলে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তারা দেয়নি। যখন আমাকে মারধর করে, তখন বাইরে বিজিবি ছিল। আমি যখন জীবন বাঁচানোর জন্য বিজিবির কাছে গেলাম, একটা লোকও কিন্তু গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাদের বললাম, ডিএমপি স্যারের সঙ্গে কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। তারা নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করেছে।'

সামনে নেত্রকোনা-৪  আসনের নির্বাচন, আপনি কি সেখানে ভোট করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না। আমি কেন। আমি ঢাকা শহরে থাকি ঢাকা শহরে নির্বাচন করব।' 

তিনি আরও বলেন, 'এদেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। কারণ আমি এই সরকারের অধিনে তিনটে নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম সেখান মার খেলাম, আবার এখানে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।'

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয়ী হন।

 

Comments

The Daily Star  | English

Tariffs, weak confidence heighten risks for Islamic banks

The global ratings agency said weak solvency of the banks, compounded by poor governance, is eroding depositor confidence, and this, in turn, will limit their growth.

9h ago