নির্বাচন পর্যবেক্ষণে ইইউর পূর্ণাঙ্গ দল না আসার কারণ বাজেট স্বল্পতা: ইসি সচিব

তারা অবহিত করেছেন সিইসিকে যে, তারা পূর্ণাঙ্গ দল পাঠাবেন না। ছোট পাঠাবেন নাকি আংশিক পাঠাবেন বা এ দেশে যারা আছেন...সেটা পরবর্তীতে
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম | ছবি: ফাইল ফটো

বাজেট স্বল্পতার কারণে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ দল আসছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে তার কক্ষে গণমাধ্যমকর্মীদের জাহাংগীর এ কথা বলেন।

ইসি সচিব বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের যে হেড অব ডেলিগেশন আছেন, তিনি প্রধান নির্বাচন কমিশনারকে একটি মেইল পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত ৬ থেকে ২২ জুলাই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে তিনি যে সাক্ষাৎ করেছিলেন সেটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। সে জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।'

'মেইলে তিনি আরও উল্লেখ করেছেন, ইতোমধ্যে তাদের সদর দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৩-২৪ অর্থবছরে তাদের যে পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষণে পাঠানোর আর্থিক বিষয় ছিল, ডিউ টু বাজেট; এটার কারণে তারা আপাতত নামঞ্জুর করেছেন। আপাতত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন,' বলেন জাহাংগীর।

ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'না, এই মেইলে এসব কোনো কিছু উল্লেখ করা হয়নি। শুধু তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এবং শেষে এ কথাও বলেছেন কাজী হাবিবুল আউয়াল সাহেবকে তার সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে।'

পূর্ণাঙ্গ দল আসছে না জানিয়ে—গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্পষ্ট করে তিনি বলেন, 'উনারা বলেছেন, একটি পূর্ণাঙ্গ টিম পাঠানোর ব্যাপারে আর্থিক বরাদ্দ ২০২৩-২৪ অর্থবছরে না থাকার কারণে তারা পাঠাবে না; পূর্ণাঙ্গ দল।'

ছোট দল আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'উনি যেহেতু পরবর্তীতে যোগাযোগ অব্যাহত রাখবেন, উনি আবার আসবেন, কথা বলবেন, তখন হয়তো অন্য কোনো আলাপ-আলোচনা হতে পারে।'

এই সিদ্ধান্ত আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, 'এটি প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন। এই চিঠির ভাষায় এ রকম কিছুর উল্লেখ নেই। শুধুমাত্র তারা অবহিত করেছেন সিইসিকে যে, তারা পূর্ণাঙ্গ দল পাঠাবেন না। ছোট পাঠাবেন নাকি আংশিক পাঠাবেন বা এ দেশে যারা আছেন...সেটা পরবর্তীতে, তারা তো বলেছেন পরবর্তীতে যোগাযোগ অব্যাহত রাখবেন।'

শোনা যাচ্ছে প্রতিনিধি দল নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'আমি যতটুকু সিইসির কাছ থেকে পেয়েছি, তাতে এই জাতীয় কোনো শব্দের উল্লেখই নেই। বাইরে যদি কেউ কোনো কথার সঙ্গে ডালপালা মেলে অনেক কথা বলেন সেটা ভিন্ন জিনিস।'

Comments

The Daily Star  | English
justice delayed due to fake cases

A curious tale of two cases

Two cases were filed over the killing of two men in the capital’s Jatrabari during the mass uprising that toppled the Awami League government.

14h ago