আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে ভোটের দিন থেকে ৩০ দিনের মধ্যে।
জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি বিনির্মাণ এবং মানবাধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নতুন নির্দেশিকাতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষক হিসেবে আবেদনকারী সংস্থাকে নিজ দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের প্রমাণ উপস্থাপন করতে হবে।

নির্বাচন কমিশন গত মাসে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ২০১৮ সালের নীতিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু করে।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে ভোটের দিন থেকে ৩০ দিনের মধ্যে। ইমেইলের মাধ্যমে বা প্রিন্ট করা কপি নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেওয়া যাবে।

নীতিমালা অনুযায়ী, এই প্রতিবেদন হতে হবে প্রাক-নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী তথ্যের ভিত্তিতে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে যে, তাদের পর্যবেক্ষণ নিরপেক্ষ, উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ এবং এর সর্বোচ্চ মান সম্পন্ন।

Comments